Monday 20 September 2021

আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি ফুল। সব ফুলই মনে হয় ফুলপ্রেমীদের নজর কাড়ে, মন ভালো করে দেয়।কোন বিজ্ঞ, আবেগপ্রবণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি? হয়তো বলবে, শিশু, নারী ও ফুল।। তাইনা!! আচ্ছা, বলুন দেখি, এই ফুলটি কাপড় এর, নাকি কাগজের? এর নাম কি?




তো গিয়েছিলাম ঔষধ কিনতে, ওখানেই ফুলের দোকান, মনটা ভালো হয়ে গেল, কখনো ফুল কিনিনি,এত কম দাম?  মাত্র ৩০ থেকে  ৫০ টাকা হলেই কিনা যায়! অবাক হলাম, মানুষ এই সুন্দর বিনোদন থেকেও প্রিয়জনকে বঞ্চিত করে?
আহ,মানুষ যদি বুঝত, এত সামান্য কিন্তু অসম্ভব সুন্দর জিনিষ দিয়ে মানুষের মন জয় করা যায়!!!  আফসোস।
 আসলে, ফুলের সাথে মিশে আছে অকৃত্রিম ভালবাসা, জায়েজ সম্পর্কে, যেমন, স্বামি - স্ত্রী, বাবা - সন্তান,  ভাই - বোন এর মধ্যে এর প্রচলন থাকা উচিত,  তাহলে সম্পর্কে হৃদ্যতা বাড়ে,
যেসব স্বামিরা তাদের স্ত্রীদের বিভিন্ন উপলক্ষে বা উপলক্ষ ছাড়াই ফুল হাদিয়া দেয়, তারাতো লাখি, যাদের দেয় না,  তারা যেন স্বামিদেরকে ফুল হাদিয়া দেয়, এতে তিনি শিখবেন, আমরা বাচ্চাদেরও ফুল গিফট করবো, এতে তারাও ফুলের কদর বুঝবে, মৃতের থেকে জিবীতের প্রতি আকর্ষণ বাড়বে...  

Wednesday 3 February 2021

Bangladeshi Women

https://googleweblight.com/sp?u=http://jainub-khanam.blogspot.com/?m%3D1&grqid=tGoscl-N&hl=en-BD

Tuesday 8 December 2020

মুহাম্মাদ  হিফয শুরু করেছে, ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার। আলহামদুলিল্লাহ। আজ ৩পৃষ্টা শোনাল।কিতাবের পাশাপাশি  প্রতি সপ্তাহে ৩ পৃষ্ঠা  করে শুনাবে ইংশাআল্লহ।হে আল্লহ, ওর হিফজ আমি মৃত্যুর আগে যেতে  পারব?

Friday 4 December 2020

মাকে মনে পড়ে

পথের ক্লান্তি শেষে, স্নেহ ভরা কোলে তব, 
মা গো বলো কবে, শীতল হবো,
কতো দূর, আর কতো দূর, বলো মা.....
কেন মা সন্তান কে ছেড়ে দূরে চলে যায়? এতো বেশি দূরে, যেখানে সন্তান চাইলে ও মাকে একটি বার দেখতে পায়না। আহ! এতো কষ্ট,চোখের জলে বুক ভাসানো ছাড়া কোনো উপায় নেই। হে আল্লাহ, আমার মতো এতিম  আর কাউকে বানাবেন না,যেসব সন্তানরা তাদের মাকে ভালোবাসে, সেই মাকে  সন্তানের পরে মৃত্যু দেবেন, আমার দয়ালু আল্লাহ, মাফ করুন, কবুল করুন, আমীন, ছুম্মা আমীন। 

Last warning to you

এই বিয়াদব মহিলা, লিখে রাখ, আজ ৪ ডিসেম্বর ২০২০,তোকে শেষ ওয়ারনিং দিলাম,আমার কোনো জিনিস যদি একটুও ধরিস আমি তোর সব গাছ নষ্ট করব।বিয়াদব মহিলা( ১০ বার) তুই বাড়ি চলে যা,তোর কোনো মেহমান আমার অন্য ২ রুমে যেতে পারবেনা, শুধুই তোর রুমেই থাকবে, সাবধান,বড় ঘটনা  ঘটামু, মনে রাখিস,আমার ঘরে তোর কোনো কথা চলবেনা।শালির ঝি শালি (৩বার)তোর সাথে আজ ফায়সালা হয়ে যাক,।তোর গার্জিয়ান ডাক, হয় চলে যা না হয় এই রুমের বাইরে যেতে পারবেনা। বদমাশ,মানুষ স্বামীর কথা শুনে, তুই শুনছনা,চরম বেয়াদব, এবার আমি তোরে সাইজ করব, দাড়া।তোর গাছ লাগানো আমি বের করতাছি,সব নষ্ট করে ছিড়া ফালামু।আমার অই দুই রুমে তোর যাওয়া নিসেধ, একটা জিনিস, লুংগি, গামছা, চাদর, সুতা কাগজ  যেভাবে আমি রাখছি সেভাবে থাকবে, তোর বাড়িতে যাইয়া যা করার কর, আমার এখানে তোর কোনো অধিকার নাই, নিলর্জ, বেলাজা বেহায়া। এত বলি, এত লজ্জা দিই তাও তোর শিক্ষা হয়না,এবার তোর সাথে ফাইনাল খেলা খেলব আমি,তোর চলে যেতেই হবে। আমার কথা বলে দিছি, এবার তুই ভাব কি করবি?থাকবি নাকি যাবি। থাকলে আমার কথার বাইরে এক পা দিতে পারবিনা,এই ঘর আমার, আমার কথা চলবে এখানে, তুই কেউ না, তোর কথা তোর বাড়িতে চালা যা,সাবধান করলাম,মনে রাখিস। 

Thursday 24 September 2020

নিজের হাতে বানানো বালুসাই মিষ্টি



২৪২. ভালবাসার জন্যে দেখা শর্ত নয় হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভালবাসার জন্যে মাহবুবকে দেখা শর্ত নয়। যেমন মাজনু লাইলাকে অনেক ভালবেসেছে অথচ কখনো তাকে দেখেনি। তেমনি একজন বড় আলেম একবার একটি ছোট ছেলের মুখে উম্মে খাইরের নাম শুনেছে মাত্র। নাম শুনতেই তার প্রতি ঐ আলেমের ভালবাসা এমন ভাবে জন্মেছে যে, সে আলেম দরজা-জানালা বন্ধ করে ঘরে বসে পড়লো। দীর্ঘ এক সপ্তাহ যাবত ঘর থেকে বের হলেন না। লোকেরা অনেক চেষ্টা করে তার কাছে কারণ জানতে চাইলো। অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন, উম্মে খায়রের প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি। অথচ আমি তাকে কখনো দেখিনি। শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা